রাজধানীতে অজ্ঞানপার্টির ৭ সদস্য গ্রেফতার
রাজধানীর মিরপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞানপার্টি ও মলমপার্টির ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুরের বিভিন্ন স্থান থেকে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, মো. মাহাতাফ মৃধা, মো. আফজাল হোসেন, মো. হানিফ হাওলাদার, মো. সেন্টু আকন, মো. শামীম, মো. জাকির হোসেন ও মো. খোকন সরকার।
এ সময় তাদের কাছ থেকে ৮টি ডরমিকাম ট্যাবলেট, ১৮টি এপিট্রা ট্যাবলেট, ৫টি গুলের কোটায় সংরক্ষিত চেতনা বিলোপকারী ওষুধ মিশ্রিত তরল পদার্থ ও কিছু নাম না জানা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুন্তাসিরুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের বরাত দিয়ে জানান, তারা বিভিন্ন গণপরিবহনে যাত্রীবেশে উঠে বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চটার্মিনাল সহ জনসমাগম স্থলে ভিড়ের মধ্যে নিরীহ যাত্রী বা পথচারীদের সাথে সখ্যতা গড়ে তোলে।
পরবর্তীতে তাদেরকে বিস্কুট, কেক, কলা, পানি, ডাব বা অন্যান্য খাবার খাওয়ানোর আমন্ত্রণ জানিয়ে ঐসব খাদ্যদ্রব্যের সাথে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে নিরীহ যাত্রী ও পথচারীদের অজ্ঞান করে তাদের মোবাইল মানিব্যাগ, ল্যাপটপসহ সর্বস্ব নিয়ে পালিয়ে যায়।
ডিসি (পশ্চিম) মো. সাজ্জাদুর রহমানের নির্দেশনায় এডিসি মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মাহমুদ নাসের জনি এবং ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
জেইউ/এসএইচএস/আরআই