সিকৃবিতে শিক্ষকদের মানববন্ধন


প্রকাশিত: ০১:২২ পিএম, ২৮ জুন ২০১৫

প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামোতে সচিব কমিটির বৈষম্যমূলক সুপারিশেরর প্রতিবাদ ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে মানববন্ধন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।  রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মৃত্যুঞ্জয় কুণ্ডুর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিঞা এর সভাপতিত্বে মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা প্রস্তাবিত বেতন কাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করে তা পুনঃনির্ধারণের দাবি জানান।

ছামির মাহমুদ/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।