পুলিশের খারাপ দিকগুলো সংশোধনের প্রচেষ্টা অব্যাহত আছে


প্রকাশিত: ১২:৪১ পিএম, ২৮ জুন ২০১৫

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেছেন, আমরা ভাল হতে চাই। এই মানসিকতা থেকে পুলিশের খারাপ দিকগুলো সংশোধনে আমাদের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত আছে। রোববার নগরীর ইপিজেড থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পুলিশ যা করছে তা জনগনের স্বার্থে করছে। আপনারা নিজেদের অবৈধ কাজগুলো নিজেরা গুটিয়ে নেন নতুবা নিজেরা জেল জরিমানার সম্মুখীন হবেন। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

গত পাঁচ দিনের বৃষ্টিপাতে চট্টগ্রামের কোথাও জলাবদ্ধতা নেই। এটা পুলিশের নালা-নর্দমা পরিষ্কার, পরিচ্ছন্নতা অভিযানের ফসল বলে দাবি করেন তিনি।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ  মো. আবুল কালাম এর সঞ্চালনায় ও উপ-পুলিশ কমিশনার (বন্দর) হারুন-উর-রশীদ হাযারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম শহিদুর রহমান ও অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামু সেন, শাহ আলম, জিয়াউল হক সুমন, মো. শফিউল আলম প্রমুখ।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।