রোববার থেকে সিলেটে স্মার্ট কার্ড বিতরণ শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৪ পিএম, ০৪ নভেম্বর ২০১৭

সিলেট সিটি কর্পোরেশনের বাসিন্দাদের মধ্যে আগামীকাল (রোববার) থেকে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে। সকাল ১০টায় সিলেট জেলা পরিষদ মিলনায়নে কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এ সময় ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদও থাকবেন বলে জানা গেছে।

জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যে কোনো তথ্য জানাতে একটি হেল্প ডেস্ক খুলেছে এনআইডি উইং। যে কোনো ফোন থেকে ১০৫ নম্বরে কল করলে নাগরিকদের তথ্য জানাবেন জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের কর্মকর্তারা।

নির্বাচন কমিশন সূত্র জানায়, স্মার্ট কার্ড বিতরণের প্রথম বছরেই মাত্র এক কোটি ২৫ লাখের মতো বিতরণ করতে পেরেছে নির্বাচন কমিশন। এজন্য প্রকল্পের মেয়াদ বাড়িয়ে নতুন প্রকল্প নেয়া হচ্ছে। সেই সঙ্গে উৎপাদন ও বিতরণ কাজে সম্পৃক্ত করা হচ্ছে সেনাবাহিনীকে।

এইচএস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।