রানা প্লাজার মামলায় অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি ৮ জুলাই


প্রকাশিত: ১১:৫০ এএম, ২৮ জুন ২০১৫

সাভারে রানা প্লাজা ধসের মর্মান্তিক ঘটনায় ভবন মালিক সোহেল রানাসহ ৪১ আসামির বিরুদ্ধে হত্যা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানির দিন আগামী ৮ জুলাই ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহিনুর রহমান এই দিন ধার্য করেন।

রোববার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি হওয়ার কথা ছিল। তবে তা হয়নি। এ মামলার প্রধান আসামি ভবন মালিক সোহেল রানাকেও এদিন আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। রানাকে কেন আদালতে হাজির করা হয়নি, সে বিষয়ে কারা কর্তৃপক্ষের ব্যাখ্যা চেয়েছেন বিচারক।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যন্ড সংলগ্ন আট তলা রানা প্লাজা ধসে এক হাজার ১৩৫ জনের মৃত্যু হয়। আহত হন ভবনের পাঁচটি পোশাক কারখানায় কর্মরত আরো হাজারখানেক শ্রমিক।

উল্লেখ্য, অভিযোগ প্রমাণিত হলে রানা প্লাজা ধসের এ মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।