শায়েস্তাগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ১০ গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রোববার দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে নিহত আইয়ূব আলীর বড় ভাই ছায়েদ আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় পৌর আওয়ামী লীগের সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদককে আসামি করা হয়েছে।
মামলার আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান ও নুরুল ইসলাম জানান, রোববার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এ মামলাটি দায়ের করা হয়েছে।
উলেখ্য, গত ১৭ জুন দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় ১০ গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে শতাধিক লোক আহত হয়। এরমধ্যে আইয়ূব আলী গুরুতর হলে তাকে প্রথমে হবিগঞ্জ পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ জুন মারা যান আইয়ূব আলী।
কামরুজ্জামান আল রিয়াদ/এমএএস/আরআইপি