বন্যার্তদের জন্য বিশেষ বরাদ্দ


প্রকাশিত: ১১:১৭ এএম, ২৮ জুন ২০১৫

কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবন জেলার বন্যার্তদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় খাদ্য ও নগদ অর্থ সহায়তার বিশেষ বরাদ্দ প্রদান করেছে। রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার জেলার জন্য ২৩০ মেট্রিক টন চাল ও ১৭ লাখ টাকা, বান্দরবন জেলার জন্য ১৫০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা এবং চট্টগ্রাম জেলার জন্য ৫০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ গত বৃহস্পতিবারে ছাড় করা হয়।

উল্লেখ্য, এই বরাদ্দ ছাড়াও জরুরি দুর্যোগকালে প্রয়োজনীয় ত্রাণ তৎপরতা চালানোর জন্য প্রত্যেক জেলায় ১০০ মেট্রিকটন খাদ্যশস্য ও ২ লাখ টাকা করে সংরক্ষিত আছে।

এসএইচএসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।