তামাকের কারণে বছরে আড়াই লাখ মানুষ অসুস্থ হচ্ছে : সাবের


প্রকাশিত: ১০:৫১ এএম, ২৮ জুন ২০১৫

আইপিএ এর  প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেছেন, বিশ্বে সবচেয়ে বাংলাদেশে তামাকের দাম কম। সে কারণে অনেকে এখানে তামাক উৎপাদনের জন্য অর্থ লগ্নি করছে। তাই উত্তোরত্তোর তামাকের চাষ বেড়েই চলেছে। এটি বন্ধের জন্য বাজেটে তামাকের উপর করারোপ বেশি হওয়া দরকার। তামাকের কারণে দেশে প্রতি বছর প্রায় আড়াই লাখ মানুষ রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া বেশি বেশি জমিতে তামাক চাষ হওয়ার ফলে দেশ খাদ্য নিরাপত্তায় হুমকিতে পড়তে পারে। সেকারণে তামাক  উৎপাদন বন্ধের জন্য তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

রোববার জাতীয় সংসদে আসন্ন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এছাড়া বর্তমানে দেশে পাট শিল্পের অবস্থা বেশি ভালো না উল্লেখ করে পাট শিল্পকে বাঁচাতে তিনি বাজেটে অর্থমন্ত্রীকে বিশেষ নজর দেবার আহ্বান জানান।

তিনি বলেন, পাট শিল্প না বাঁচলে শ্রমিকরা বেকার হয়ে পড়বে। পাট চাষিরা মূল্য না পেয়ে আত্মহত্যা করবে। সে কারণে বাজেটে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

এইচএস/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।