বীজ নিয়ে প্রতারণা রোধে শেরপুরে কৃষকদের প্রশিক্ষণ


প্রকাশিত: ১০:৪৮ এএম, ২৮ জুন ২০১৫

মানসম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ এবং বীজমান পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কৃষকদের সচেতন করতে শেরপুরে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার শেরপুর খামারবাড়ি মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় কৃষকদের মানসম্পন্ন বীজ ব্যবহারের গুরুত্ব, বিভিন্ন মানের বীজের ধরণ, বীজ উৎপাদন ও ব্যবহার, বীজের আর্দ্রতা, ভেজাল পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বীজ প্রত্যয়ন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. খায়রুল আবরার।

কর্মশালায় বীজ প্রত্যয়ন এজেন্সীর উপ-পরিচালক এবং ভ্রাম্যমাণ বীজ পরীক্ষাগার কর্মসূচির পরিচালক ড. হাসান কবীর, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. আব্দুছ ছালাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পিকন কুমার সাহা প্রশিক্ষণ প্রদান করেন।  

প্রশিক্ষণে শেরপুর সদর উপজেলার ৩০ জন কৃষক-কৃষাণি অংশগ্রহণ করেন। এছাড়া নকলা ও নালিতাবাড়ী উপজেলাতেও এ বিষয়ে আরো দুটি পৃথক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

হাকিম বাবুল/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।