রেলপথ নির্মাণে অর্থায়ন করবে এডিবি


প্রকাশিত: ১০:৪৫ এএম, ২৮ জুন ২০১৫

ঢাকা-চট্টগ্রাম রুটে ডুয়েল গেজ রেলপথ নির্মাণে তিন হাজার ১২০ কোটি টাকা ঋণ সহায়তা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। রোববার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অর্থায়ন নিয়ে সরকার ও এডিবির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

এডিবি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকু হিগুচি চুক্তিতে সই করেন।

এই প্রকল্পের আওতায় আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার সম্পূর্ণ নতুন রেলপথ নির্মাণ করা হবে। পাশাপাশি ১১টি রেলওয়ে স্টেশনের জন্য সর্বাধুনিক যন্ত্রপাতি কেনা হবে।

এসএ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।