শাবি উপাচার্যের বাসভবন অভিমুখে শিক্ষকদের পদযাত্রা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগের দাবিতে কঠোর নিরাপত্তার মধ্যে তার বাসভবন অভিমুখে পদযাত্রা করেছেন আওয়ামীলীগ পন্থী শিক্ষকদের একাংশ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের শিক্ষকরা।
রোববার দুপুর ১২টায় উপাচার্য ভবন থেকে এ পদযাত্রা শুরু করে সমস্ত ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। শিক্ষকদের এই কর্মসূচি ঘিরে ক্যাম্পাসে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোস্তাবুর রহমানের সঞ্চালনায় ও আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক, ড. শাহেদ আহমেদ, সিন্ডিকেট সদস্য মো. ফারুক উদ্দীন, অধ্যাপক রোকসানা আখতার, সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক প্রমুখ।
আন্দোলনের মুখপাত্র ও পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম উপাচার্যকে উদ্দেশ্য করে বলেন, আমাদের ক্লাস পরীক্ষা সবই ঠিকমত চলছে। আপনি স-সম্মানে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যান। সরকারের বিভিন্ন মহলে আমাদের আলোচনা হয়েছে, আপনার বিদায় ঘণ্টা বেজে গেছে।
প্রসঙ্গত, উপাচার্যের যোগদানের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগের দাবিতে গত ছয়দিন ধরে উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষকদের একাংশ। এছাড়া গত ২৫ জুন তারা উপাচার্যের দুর্নীতির একটি শ্বেতপত্র প্রকাশ করেন।
ছামির মাহমুদ/এসএস/আরআইপি