খালেদাকে হোয়াইটওয়াশ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২৮ জুন ২০১৫

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা চাই আপনি ২০১৯ সালের নির্বাচনে থাকুন। বিএনপি থাকুক আমরা চাই। মাঠে খেলা হবে। দেখিয়ে দেব কীভাবে বাংলাদেশের জনগণ আমাদের ভোট দেয়। ফাঁকা মাঠে আর গোল দিতে ইচ্ছে করে না। খেলে গোল দিতে চাই। খেলেই আমরা জিততে চাই। বেগম জিয়া আপনি থাকুন, আপনি সুস্থ থাকুন। আপনার স্বাস্থ্য ভালো থাকুক আমরা চাই। ২০১৯ সালে আপনার সঙ্গে লড়াই করতে চাই। সেই লড়াইয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নির্বাচনের মাঠে আবার হোয়াইটওয়াশ করা হবে ইনশাআল্লাহ।

রোববার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করে বাজেট আলোচনা শুরু হয়।

নাসিম বলেন, আমরা যখন এগিয়ে যাচ্ছি তখন সমালোচনা হবেই। বঙ্গবন্ধুরও সমালোচনা হয়েছে। তিনি হাসিমুখে সমালোচনা গ্রহণ করতেন। ড. মাহাথিরের সমালোচনা হয়নি? কত সমালোচনা হয়েছে। মালয়েশিয়া আজ এগিয়ে যাচ্ছে মাহাথিরের নেতৃত্বে। তাই আমাদের সমালোচনা হবেই। আমরা এগিয়ে যাব। শেখ হাসিনা সমালোচনা সহ্য করেন। উনি সমালোচনাকে গ্রহণ করতে চান এবং সংশোধন করতে চান। আমাদের গত কয়েকবছরে যা ভুল হয়েছে তা সংশোধন করছি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু গণতন্ত্র হবে উন্নয়নের গণতন্ত্র, শান্তির গণতন্ত্র, মুক্তিযুদ্ধের গণতন্ত্র, কোনো ঘাতকের গণতন্ত্র নয়। ঘাতকের গণতন্ত্র, খুনির গণতন্ত্র চলতে পারে না। সেই গণতন্ত্রের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সর দেখাবো। সেই গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোস হবে না।

মন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আপনি যে কথা বলছেন এটা গণতন্ত্রের ভাষা নয়, আপনি জালেমের পতন চেয়েছেন। আপনার চেয়ে বড় জালেম বাংলাদেশে আছে? দুনিয়াতেই নাই খালেদা জিয়ার মতো এতো বড় জালেম। আপনি একথা কী কারণে বললেন? আপনি নির্বাচনে যাননি ভুল করেছেন। আপনি আন্দোলন করতে ব্যর্থ হয়েছেন। এই অপরাধতো আমাদের নয়, আপনার অপরাধ।

বেগম জিয়া যখন এসব কথা বলেন তখন আল্লাহর আরশ কেঁপে উঠে এই মিথ্যাচারের জন্য। নাসিম বলেন, আমি দেখলাম বেগম জিয়া বলেছেন তার ২৫ হাজার লোক নাকি জেলে আছে।  

বাংলাদেশে জেলখানার ধারণ ক্ষমতা হলো ৩৩ হাজার। ২৫ হাজার বিএনপির লোক কোথায় আছে কোন জেলে আছে? আজ সকালে খবর নিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ৬০ থেকে ৭০ হাজার লোক আছে। তার মধ্যে আসাসি আছে, খুনি আছে, কয়েদি আছে ছিচকে চোর আছে। তাহলে ২৫ হাজার লোক কোথায় আছে? কিছু লোক আছে হয়তো আমি অস্বীকার করিনা। আন্দোলন না করে মার না খেয়ে আমরা এখানে আসিনি কেউ। কী কারণে আপনার লোক জেলে গেছে? ক’মাস আগেই মানুষকে জ্বালিয়ে দিয়েছেন পুড়িয়ে দিয়েছেন। এই যে বোমা মারা গাড়ি পোড়ানো হলো তারা জেলে যাবে না? আইনের মাধ্যমে তারা বের হোক আমরা চাই।

এইচএস/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।