রামেক থেকে মানুষ মারার ডাক্তার তৈরি হবে
রাঙামাটি মেডিকেল কলেজে পর্যাপ্ত শিক্ষক নেই, শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষার উপকরণ নেই। এ অবস্থায় রাঙামাটি মেডিকেল কলেজ থেকে মানুষ মারার ডাক্তার তৈরি হবে।
রোববার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে পাহাড়ি ছাত্র পরিষদের সমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নিত্য লাল চাকমা এসব কথা বলেন ।
এ সমাবেশে উপস্থিত ছিলেন, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চাকমা এবং সাংগঠনিক সম্পাদক উখিংহ্লা মার্মাসহ আরো অনেকে।
এসময় পাহাড়ি ছাত্র পরিষদের নেতা মংইয় চিং মার্মা বলেন, তিন পার্বত্য জেলায় জেলা পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় অনির্বাচিতরা লুটেপুটে খাচ্ছেন। এই লুটপাট বন্ধ করতে হবে।
এর আগে বান্দরবান পার্বত্য জেলার পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার কার্যক্রম স্থগিতসহ জেলা পরিষদের দুর্নীতি বন্ধ করা ও শিক্ষা খাতে পর্যাপ্ত পরিমাণে বরাদ্দের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
প্রসঙ্গত, রাঙ্গামাটি মেডিকেল কলেজে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ হতে এমবিবিএস কোর্সের ১ম বর্ষে ৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করে গত ১০ জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়। মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধের দাবিতে বিভিন্ন সময় সংগঠনটির নেতা-কর্মীরা তিন পার্বত্য জেলায় বিভিন্ন আন্দোলন করেন ।
সৈকত দাশ/এমজেড/এমএস