ব্রাহ্মণবাড়িয়ায় সওজ ভবনে তালা ঝুলিয়েছেন ঠিকাদাররা


প্রকাশিত: ০৮:৪৬ এএম, ২৮ জুন ২০১৫

দুই অর্থ বছরের বকেয়া বিল প্রদানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও জনপথ (সওজ) ভবনে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেছেন ঠিকাদাররা। রোববার দুপুর একটার দিকে সওজ অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীকে জোরপূর্বক অফিস থেকে বের করে দিয়ে ঠিকাদাররা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বকেয়া বিল আদায় কমিটির সদস্য আতাউর রহমান পিন্টু জাগো নিউজকে জানান, আমাদের অন্তত ১৫ জন ঠিকাদারের গত ২০১১-১২ ও ২০১৩-১৪ অর্থ বছরের প্রায় আড়াই কোটি টাকার বিল বকেয়া রয়েছে। এই বকেয়া বিল দিতে সওজ বিভাগ তালবাহানা শুরু করেছে। এর ফলে রোববার দুপুরে বিক্ষুব্ধ ঠিকাদাররা সওজ ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন। তিনি আরো জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল ভট্টাচার্য বিল বকেয়া থাকার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সওজ ভবনে ঠিকাদারদের তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি শিগগিরই এ সমস্যার সমাধান হবে।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।