সিএসআর নীতিমালায় পথশিশুদের অগ্রাধিকার দেওয়ার দাবি


প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২৮ জুন ২০১৫
ফাইল ছবি

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) নীতিমালায় পথশিশুদের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে শিশু অধিকার নিয়ে কর্মরত বেসরকারি উন্নয়ন সংগঠন সোশ্যাল অ্যান্ড ইকোনোমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (সিপ)। সংগঠনের পক্ষ থেকে এই নীতিমালা দ্রুত চূড়ান্ত করে তা দ্রুত বাস্তবায়নেরও তাগিদ দেওয়া হয়েছে।

রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। দাতাসংস্থা টেরি দাস হোমস-এর সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উত্থাপন করেন- সিপের প্রকল্প কর্মকর্তা মো. মনিরুজ্জামান মুকুল।

সংবাদ সম্মেলনে পথশিশুদের কল্যাণে ৩ দফা সুপারিশ তুলে ধরে বলা হয়, পথশিশুর সুরক্ষা ও উন্নয়নের বিষয়টি অগ্রাদিকার দিয়ে একটি সুনির্দিষ্ট সিএসআর নীতিমালা, গাইডলাইন ও বিধিমালা প্রণয়ন করা প্রয়োজন। যার প্রয়োগ নিশ্চিত করতে মনিটরিং ব্যাবস্থা রাখা এবং বিধিমালা ভঙ্গ করলে শাস্তি নিশ্চিত করা দরকার। সেক্ষেত্রে কর্পোরেটগুলোকে ক্যাটাগরি করে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সর্বোপরি সিএসআর কার্যক্রম পরিচালনায় সুবিধাবঞ্চিতদের বিশেষ গুরুত্ব দিতে হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে প্রায় ১২ লাখ পথশিশু থাকলেও ২০২৫ সাল নাগাদ তা বেড়ে দাঁড়াবে প্রায় ১৬ লাখ। সরকার সকল শিশুর সুরক্ষায় জাতীয় শিশুনীতি গ্রহণ করেছে। আবার শ্রমজীবি শিশুদের সুরক্ষায় আলাদা করে জাতীয় শিশুশ্রম নিরসন নীতিমালা তৈরি করেছে। এতে কিছুটা হলেও পথে-ঘাটে নিরাপত্তা পাবে ও শ্রমজীবী শিশুরা উপকৃত হবে।

তবে এই নীতি বাস্তবায়নে যে সকল শিশু পথে বসবাস করে তাদের পক্ষে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠা অসম্ভব। তাই তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি কর্পোরেটগুলোকে এগিয়ে আসা প্রয়োজন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

সিপের উপ-নির্বাহী পরিচালক তাহমিনা জেসমিন মিতা, পরিবীক্ষণ ও মূল্যায়ন পরিচালক মো. জাহিদ হোসেন এবং সিপের সুবিধাভোগী শিশু শিউলী আক্তার ও সাহিদা বেগম প্রমুখ এ সময উপস্থিত ছিলেন।

এইচএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।