দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিনজনের কারাদণ্ড


প্রকাশিত: ০৮:৩২ এএম, ২৮ জুন ২০১৫

দিনাজপুরের বিরামপুরে ভেজাল জিরা তৈরির কারখানা থেকে ভেজাল জিরা ও কারখানার মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রোববার উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিরুজ্জামান আল মাসউদ এই মালামাল পুড়িয়ে ধ্বংস করেন। এসময় তিনি তিনজনকে ৬ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিরুজ্জামান আল মাসউদ জানান, বিরামপুর শহরে ভেজাল জিরা তৈরির কারখানা থেকে দীর্ঘদিন ধরে জিরার অনুরূপ সলুকের সাথে স্বল্প পরিমাণ জিরা দিয়ে ভারতীয় নামি-দামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে খাবার অযোগ্য উপকরণকে জিরা হিসেবে বাজারজাত করে আসছিল।

তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ও বিজিবিকে সাথে নিয়ে ওই কারখানায় অভিযান চালান। এসময় জিরা, জিরা তৈরির উপকরণ, ভারতীয় মোড়ক, প্যাকেট তৈরির যন্ত্রপাতিসহ প্রায় ১ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।

রোববার দুপুরে থানা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিরুজ্জামান আল মাসউদ, ওসি আমিরুজ্জামান, বিজিবি ও সাংবাদিকদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া ওই কারখানা থেকে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এমদাদুল হক মিলন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।