লালবাগ কেল্লায় স্থাপনা নির্মাণ বন্ধের নির্দেশ


প্রকাশিত: ০৭:৫৯ এএম, ২৮ জুন ২০১৫

রাজধানীর ঐতিহাসিক লালবাগ কেল্লার দেয়াল ভেঙে ‘কার পার্কিং’ এর নির্মাণকাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রত্নতত্ত্ব অধিদফতরকে এ নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
 
এর আগে কেল্লার দেয়াল ভেঙে এর ভেতরে কার পার্কিং নির্মাণ করছিল প্রত্নতত্ত্ব অধিদফতর। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট নির্মাণ কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।