ভাঙছে না আর্টসেল, ঈদে আসছে অ্যালবাম


প্রকাশিত: ০৭:১৩ এএম, ২৮ জুন ২০১৫

পথচলার শুরু থেকেই ভিন্নধর্মী সুর ও কথার গানের জন্য আলাদাভাবে পরিচিতি পেয়েছে ব্যান্ডদল আর্টসেল। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো এই ব্যান্ডটির ভেঙ্গে যাওয়া গুঞ্জন। তবে সব রটনা-ঘটনাকে উড়িয়ে দিয়ে নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছে আর্টসেল।

প্রায় ৯ বছর বিরতি দিয়ে ঈদ উপলক্ষে নতুন অ্যালবাম বের করছে জনপ্রিয় ব্যান্ডটি। তা-ও স্বনামে। ‘আর্টসেল’ নামের অ্যালবামটির জন্য তাদের চুক্তি হয়েছে মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের সঙ্গে।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার গ্রামীণফোন কার্যালয়ে আর্টসেলের নতুন অ্যালবাম প্রকাশ উপলক্ষে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যান্ডের সদস্যদের পাশাপাশি ছিলেন স্ব স্ব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে গ্রামীণফোনে আর্টসেলের নতুন অ্যালবামের গান শোনা যাবে। একই সময়ে এটি বের হবে সিডি আকারেও।

এই অ্যালবামে গান থাকছে মোট ১০টি। এগুলোতে চেনা আর্টসেলকে পাওয়া যাবে বলে জানান ব্যান্ডের অন্যতম সদস্য আরশাদ। তিনি বলেন, ‘আমাদের ব্যান্ড ভেঙে যাওয়ার গুঞ্জন রয়েছে, এটা যে ঠিক নয় সেই বার্তা দিতেই নিজেদের ব্যান্ডের নামে অ্যালবাম আনছি। আমাদের ব্যান্ডের দুই সদস্য সাজু ও সেজান এখন দেশের বাইরে। তবে নতুন অ্যালবামে ওরাও কাজ করেছে। আমি আর লিংকন বাকি কাজ এগিয়ে নিয়েছি।’


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।