রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ০৪:২৫ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৪

বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে গাজীপুর থেকে ছেড়ে আসা সায়েদাবাদগামী বলাকা পরিবহনের (ঢাকা মেট্রো-জ-১৪-১২০৩) একটি বাস আইল্যান্ডের উপর উঠে গেলে অজ্ঞাত পরিচয় একজন মারা যান।

বাসের যাত্রীরা জানান, বনানী অতিক্রম করার পরে বলাকা পরিবহনের দুটি বাস একটি অপরটিকে ওভারটেক করতে চাইলে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি ওই বাসের কন্ট্রাকটর বলে ধারণা করেছে যাত্রীরা। বনানী থানার উপ পরিদর্শক সোহরাব এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে, ডেমরায় ট্রাক চাপায়  ইদ্রিস (৭০) নামে এক রুলিং মিলের শ্রমিক নিহত হয়েছেন। রাত ১২.৩০ মিনিটে ওই দুর্ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি খুলনার খানজাহানে বলে জানা গেছে।

জানা যায়, রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ডেমরা এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নিয়ে গেলে রাত ২.৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক ইদ্রিসকে মৃত ঘোষণা করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।