গার্ড অব অনার পেলেন সেনাপ্রধান


প্রকাশিত: ০৬:৫০ এএম, ২৮ জুন ২০১৫

নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে গার্ড অব অনার দিয়েছে সেনাবাহিনী। রোববার সকাল পৌনে ১০টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ প্রাঙ্গণে তাকে এ সম্মান দেওয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক শাহিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গার্ড অব অনার প্রদানের পর সেনাকুঞ্জের বাগানে একটি বৃক্ষরোপণ করেন নতুন এই সেনাপ্রধান। এর আগে রোববার সকাল সাড়ে ৯টায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সেনা সদস্যদের সম্মানে শিখা অনির্বাণে ফুলেল শ্রদ্ধা জানান নবনিযুক্ত সেনাপ্রধান।

এ সময় বৃক্ষরোপণের পর তার দীর্ঘায়ু ও সেনাবাহিনীর কল্যাণ কামনা করে মোনাজাত করেন সেনাসদরের ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা মো. সিরাজুল হক।

গত ২৫ জুন বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে নতুন এ সেনাপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানকে জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এসএ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।