‘হাটুরে’ এর আয়োজনে দেশি পণ্যের মেলা


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ২৮ জুন ২০১৫

ঈদ উপলক্ষে ১৪টি অনলাইন ভিত্তিক  প্রতিষ্ঠান আয়োজন করেছে দেশি পণ্যের মেলা । বনানী ১১ এর জেনেটিক পয়েন্টের ৮ তলায় ‘মোড়’ এ বসছে এই মেলা। মেলা ২-৪ জুলাই পর্যন্ত  প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

এখানে ক্রেতারা পাবেন নিজস্ব ডিজাইনের শাড়ি, পাঞ্জাবি, কুর্তি, গহনা, টি শার্ট। এগুলো ছাড়াও এখানে আপনার দেখা মিলবে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত, আদিবাসী পিনন, নকশীকাঁথার কাজ। আরো থাকছে সাজানোর গাছ, খাঁটি দেশি চাল, বিশুদ্ধ ঘি ও মধু। আর ঘরে তৈরি কিছু টুকটাক খাবার তো থাকছেই। পুরো ঈদকে দেশি সাজে জমজমাট করতে একবার ঢুঁ মারুন হাটুরেদের হাটে।

এতে অংশ নিচ্ছে, বেস্ট বাংলাদেশ, তুগুন,  রাঙ্গা, রেগা,  লাল কাজল, গুটিপোকা, দ্বৈত, প্যাঁচা, জলছাপ, এক্সারো, চারুমেলা, আজমুন্স এটায়্যার, সায়রা, রূপকথা জামদানি।

বিস্তারিত জানতে ঘুরে আসুন হাটুরের ফেসবুক ইভেন্ট পেইজে - www.facebook.com/events/936110509743573

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।