ইমনের সুর সঙ্গীতে হৃদয় খান


প্রকাশিত: ০৬:১৯ এএম, ২৮ জুন ২০১৫

সাধারণত নিজেই নিজের সুর সঙ্গীতে গান করে থাকেন হালের মিউজিক ক্রেজ হৃদয় খান। অন্যদেরকেও তিনি গানের আয়োজন করে দেন। হৃদয়ের আয়োজনেই পারভেজ সাজ্জাদ গেয়েছিলেন ‌‘যাবি যদি উড়ে দূরে’ শিরোনামের জনপ্রিয় গানটি।

তবে সম্প্রতি তিনি কণ্ঠ দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনের সুর ও সঙ্গীতায়োজনে। সাফিফউদ্দিন সাফি পরিচালিত ‘মিস কল’ ছবিতে থাকবে গানটি

এর কথা লিখেছেন কবির বকুল। গেল শনিবার রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গানটির কথা এমন- ‘দেখছি চেয়ে চেয়ে তোমাকে যতো/স্বপ্নে ধীরে ধীরে ডুবেছি ততো/তোমারই ভাবনায়, যায় দিন রাত যায়/আমার এই কবি মন, তোমাকে চায় কবিতায়/এসো না হৃদয়ে যেকেছি তোমায়/দেখো না তোমাকে রেখেছি কোথায়।’

গানটি নিয়ে হৃদয় বলেন, ‘আমার জন্য এটি নতুন অভিজ্ঞতা। আমি মূলত নিজের পরিচলানাতেই গান করে থাকি। এবার ইমন ভাইয়ের মতো গুণী মানুষের সাথে কাজ করার সুযোগ হলো। আর গীতিকার হিসেবে কবির বকুল আমার পছন্দের শীর্ষে। গানটি করে খুব ভালো লাগছে। আশা করছি শ্রোতাদেরও মন ভরাবে এই গান।’


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।