বান্দরবান-চট্টগ্রাম সড়কে যান চলাচল শুরু
সড়ক থেকে পানি নামায় বান্দরবান-চট্টগ্রাম সড়কে সকল প্রকার যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক হয়েছে। রোববার সকাল ৬টা থেকে বান্দরবান-চট্টগ্রাম সড়কে সকল প্রকার যানবাহন চলাচল শুরু হয়।
সাতকানিয়া উপজেলার ৭ নং ওয়ার্ড কমিশনার অলি আহমেদ বলেন, রাতে বৃষ্টি না হওয়ায় বড়দুয়ারায় সড়ক থেকে পানি নেমে গেছে। ঝুঁকি না থাকায় সকাল থেকে বড় চেয়ারকোচসহ সকল প্রকার যানবাহন বান্দরবান থেকে চট্টগ্রাম যাচ্ছে।
বান্দরবান পূরবী কাউন্টার ম্যানেজার মহসিন জাগো নিউজকে বলেন, বড়দুয়ারা এলাকায় সড়কে পানি না থাকায় সকাল থেকে পূরবীসহ অন্যান্য চেয়ারকোচ চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।
উল্লেখ্য, পাঁচ দিনের টানা বর্ষণে জেলার সাঙ্গু নদীর পানি বৃদ্ধিতে বান্দরবান-কেরানীহাট সড়কে বড়দুয়ারা এলাকায় প্লাবিত হওয়ার কারণে ৪ দিন যাবৎ বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ।
সৈকত দাশ/এমজেড/এমএস