ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নেই সারাদেশে
টানা কয়েক দিন বৃষ্টির পর রোববার সকালে ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার ইন্সপেক্টর মনির।
জাগো নিউজকে তিনি জানান, রোববার সকালের ভূমিকম্পের পর আমাদের কাছে কোনো ধরণের ক্ষয়ক্ষতি, ভবন ধস কিংবা ভবন হেলে পরার সংবাদ আসেনি। ফায়ার সার্ভিস স্বউদ্যোগে দেশের বিভিন্ন স্থানে খোজ নিয়েছে। তবে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
রোববার সকাল ৭টা ২ মিনিটে ঢাকাসহ সারাদেশে ৫ দশমিক ৬ মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান (ইউএসজিএস) এর দেওয়া তথ্য অনুসারে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বসুগাঁও থেকে ২৩ কিলোমিটার উত্তরে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
উল্লেখ্য, গত ২ মাসে রাজধানীসহ সারাদেশে বড় ধরণের দুটি ভুমিকম্প অনুভূত হয়। এ সময় রাজধানীতে প্রায় ১৫টি ভবন হেলে পড়েছিল।
# ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন
এআর/আরএস/এমএস