‘বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশকে আরও চিনছে বিশ্ব’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১১ পিএম, ৩১ অক্টোবর ২০১৭

‘আজ আমাদের ভালোলাগার দিন। বাঙালি জাতি হিসেবে আমরা আজ উজ্জীবিত। বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশকে বিশ্বের দরবার আরও চিনছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেয়ার বিষয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের একনেক পরবর্তী ব্রিফিংয়ের শুরুতে সাংবাদিকদের এ কথা বলেন পরিবল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন,‘ইউনেস্কোর স্বীকৃতির ফলে বিশ্ব এখন বঙ্গবন্ধু সম্পর্কে আরও তথ্য জানতে পারবে। আব্রাহাম লিংকনের গেটেসবার্গ ভাষণের চেয়ে বঙ্গবন্ধুর এ ভাষণ কোনো অংশে কম নয়। আমরা আগে থেকেই আশা করেছিলাম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বীকৃতি পাবে।

১৯৭১ সালের মার্চের উত্তাল সময়ে বাঙালিকে স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতির আহ্বান জানিয়ে ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন, তাকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ মনে করে জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানবিষয়ক সংস্থা ইউনেস্কো। মঙ্গলবার বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে সংস্থাটির স্বীকৃতি দানের তথ্য জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ অক্টোবর প্যারিসে ইউনেস্কোর হেডকোয়ার্টারে ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দেন সংস্থাটির মহাপরিচালক ইরিনা বোকোভা। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক দলিলে অন্তর্ভুক্তির মাধ্যমে তালিকাভুক্ত ঐতিহ্যের সংখ্যা দাঁড়াল ৪২৭টিতে।

এমএ/জেডএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।