ঢামেকে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম, চিকিৎসাসেবা বন্ধ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪২ এএম, ২৯ অক্টোবর ২০১৭

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যুর পর হাতাহাতিতে জড়িয়েছেন ওই রোগীর স্বজনরা। ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন।

মৃত রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলাই নওশাদ (৫০) নামে ওই রোগীর মৃত্যুর কারণ। হৃদরোগে আক্রান্ত নওশাদ ঢামেক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

রোববার দুপুর দেড়টার দিকে নওশাদের মৃত্যু হলে তার স্বজনরা চিকিৎসকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়।

এতে কর্তব্যরত তিন চিকিৎসক আহত হন। আহত চিকিৎসকরা হলেন- ড. শামিমুর রহমান, শাওন ও সায়েম। তারা ছাড়া রোগীর স্বজনদের মধ্যেও তিন-চারজন আহত হন।

বিকেল পৌনে ৩টায় সবশেষ খবর পাওয়া পর্যন্তও হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ ছিল। ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন চিকিৎসকরা।

এমইউ/জেইউ/বিএ/এনএফ/এমএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।