মিরপুরে ২০ কোটি টাকার জাল স্ট্যাম্প জব্দ


প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৬ জুন ২০১৫
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে প্রায় ২০ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার বিকেলে মিরপুরের মাজার রোডের লালকুঠি এলাকার একটি কারখানা থেকে এসব জব্দ করা হয়।
 
সিআইডির মিরপুর ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, জব্দকৃত স্ট্যাম্পের মধ্যে রয়েছে রেভিনিউ, জুডিশিয়াল ও ননজুডিশিয়াল। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
 
জব্দকৃত স্ট্যাম্পগুলো আনুমানিক ২০ কোটি টাকায় বিক্রি করা যেত বলে ধারণা করছে সিআইডি।
 
এর আগে, গত ১৯ জুন ভোরে দারুস সালামের লালকুঠির সি/১২৫ নম্বর বাসায় অভিযান চালিয়ে ১৭ কোটি টাকার জাল স্ট্যাম্প জব্দ করে সিআইডি।
 
এআর/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।