আজহারুলের রায় যে কোনো দিন


প্রকাশিত: ০৭:৪৮ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৪

মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই মামলার সর্বশেষ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

আজহারের বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন- চীফ প্রসিকিউটর গোলম আরিফ টিপু, প্রসিকিউটর জিয়াদ আল মালুম।

অন্যদিকে, আজহারের পক্ষে উপস্থিত ছিলেন- এডভোকেট আবদুস সোবহান তরফদার এবং এডভোকেট শিশির মুহাম্মদ মুনীর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।