পার্বত্য কমিশনের গাড়িবহরে হামলা, আহত ২


প্রকাশিত: ০৯:১৯ এএম, ০৫ জুলাই ২০১৪
ফাইল ফটো

পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি) প্রতিনিধিদলের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটির পর্যটন মোটেল থেকে তাদের বহনকারী গাড়িটি বের হওয়ার সময় গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে বাঙালি সংগঠনগুলোর নেতাকর্মীরা।

জানা গেছে, হামলায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু সোহেল ইমতিয়াজের মাথা ফেটে যায়। এছাড়া গাড়ির কাঁচ ভেঙে কমিশনের সঙ্গে থাকা হিল উইমেন্স ফেডারেশনের সাবেক নেত্রী ও পার্বত্য কমিশনের রিসার্চ অফিসার ইলিরা দেওয়ান আহত হন। পরে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে কমিশনের সদস্যরা কোতোয়ালি থানায় অবস্থান করছেন। পরিস্থিতি শান্ত হলে তাদের রাঙামাটির বাইরে নিরাপদে পার করে দেওয়া হবে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।