আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার বন্ধে রাজউকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৫ অক্টোবর ২০১৭

আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার বন্ধে এবং অবৈধ স্থাপনা অপসারণে গুলশান ও বনানী আবাসিক এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার গুলশান ও বনানী আবাসিক এলাকায় উচ্ছেদ অভিযান চালায় রাজউক।

বনানীর ১১ নম্বর রাস্তার ব্লক-জি এর ৭ নম্বর প্লটে আবাসিক থেকে অনাবাসিক কনভার্সন না করে বাণিজ্যিক ব্যবহারের কারণে ভবনটি সিলগালা করে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। একইভাবে ব্লক-এফ এর ৫৪ নম্বর প্লটের ছয় তলা ভবনের পাঁচটি ফ্ল্যাট অনাবাসিক হিসেবে কনভার্সন না করে বাণিজ্যিকভাবে ব্যবহার করায় ফ্ল্যাটগুলো সিলগালা করা হয়।

এছাড়া গুলশান-২ এর ৮৭ নম্বর রাস্তার ৬ নম্বর প্লটের দ্বিতীয় তলা ভবনের পাশের খালি জায়গায় নকশা অনুমোদন না করে নির্মাণাধীন একটি ভবনের কলাম ও এক তলার ছাদের কাজ পর্যন্ত শেষ করা হয়েছিল। রাজউকের ভ্রাম্যমাণ আদালত ভবনটির কলাম ছাদ ভেঙ্গে অপসারণ করে।

উচ্ছেদ কার্যক্রমে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, জোন-৪ (গুলশান,মহাখালী,পূর্বাচল) এর পরিচালক অলিউর রহমান, অথরাইজড অফিসার মো. আদিলুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার মাকিদ এহসান উপস্থিত ছিলেন।

এএস/ওআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।