রাজ্জাককে হস্তান্তর করেছে মিয়ানমার


প্রকাশিত: ০৯:২১ এএম, ২৫ জুন ২০১৫

বিজিবির অপহৃত সদস্য নায়েক আবদুর রাজ্জাককে হস্তান্তর করেছে বিজিপি। মংডুতে পতাকা বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে তাকে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন বিজিবি কক্সবাজার সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মুহাম্মদ আমিনূল ইসলাম।

তিনি জাগো নিউজকে জানিয়েছেন, সমস্ত প্রক্রিয়া শেষ করে মিয়ানমারের মংডু থেকে রাজ্জাককে নিয়ে রওয়ানার অপেক্ষায় রয়েছে বিজিবি প্রতিনিধি দল। অপহরণ হবার সময় রাজ্জাকের সঙ্গে থাকা অস্ত্র (এসএমজি), ম্যাগজিন ও গোলাবারুদসহ ফেরত দিয়েছে বিজিপি।

বিগত ৯ দিন ধরে বিজিপির হাতে বন্দী বিজিবির নায়েক রাজ্জাককে ফিরিয়ে আনার লক্ষ্যে সকাল ১০টার দিকে টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল কোস্টগার্ড এর ২টি স্পিড বোটে করে মংডুর উদ্দেশে রওনা দেয়।

বিজিবি সূত্রে আরো জানা যায়, পতাকা বৈঠকে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ২ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ অধিনায়ক লে. কর্নেল থি হান।

উল্লেখ্য, গত বুধবার ১৭ জুন নায়েক রাজ্জাককে নাফ নদী থেকে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি) অপহরণ করে নিয়ে যায়।

সায়ীদ আলমগীর/এমজেড/এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।