রোহিঙ্গাদের জন্য ১০ হাজার টয়লেট তৈরি করেছে সেনাবাহিনী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২৫ অক্টোবর ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ইতোমধ্যে ১০ হাজার টয়লেট তৈরি করেছে। এছাড়া খাবার ও ত্রাণ বিতরণ এবং তাদের জন্য অস্থায়ী ক্যাম্প তৈরি নিশ্চিত করতে সেনাবহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান সংসদীয় কমিটিকে এসব তথ্য জানিয়েছেন।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৭তম বৈঠকে এই তথ্য জানান তিনি।

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মাহবুবুর রহমান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মাহমুদ উস সামাদ চৌধুরী এবং হোসনে আরা বেগম অংশ নেন।

রিয়ার এডমিরাল এস. এম. আজম কমিটিকে জানান, ভাসানচরে রোহিঙ্গাদের পুর্নবাসনের জন্য নৌবাহিনী দ্রুত কাজ করে যাচ্ছে।

বৈঠকে উখিয়ায় রোহিঙ্গাদের অস্থায়ী ক্যাম্পে সেনাবাহিনীর কাজ কমিটি কর্তৃক পরিদর্শনে যাওয়ার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সেনা, বিমান ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।