মিরপুরে অবৈধ স্থাপনায় রাজউকের অভিযান
মিরপুরের পল্লবীতে ইস্টার্ন হাউজিং এলাকার ব্লক-এইচ ও ব্লক-জে এর প্রায় ২০টি ভবনের সামনের রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনায় অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
মঙ্গলবার মিরপুরের পল্লবীতে ইস্টার্ন হাউজিং রাস্তা দখল করে অবৈধভাবে নির্মিত বাগান, র্যাম্প (গাড়ি ওঠা-নামার ঢালু সিঁড়ি), বর্ধিত বারান্দা ও ছাদ, কলাম এবং নকশাবহির্ভূত স্থাপনা অপসারণ করে রাস্তার জায়গা উন্মুক্ত করেন রাজউকের ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া দুটি ভবনের কার-পার্কিংয়ের স্থলে নির্মিত দুটি অবৈধ ফ্ল্যাট অপসারণ করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান এবং অথরাইজড অফিসার মো. মোবারক হোসেনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এএস/এমআরএম/এমএস