১২ নভেম্বর সংসদের ১৮তম অধিবেশন শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৬ এএম, ২৪ অক্টোবর ২০১৭

জাতীয় সংসদের ১৮তম অধিবেশন ১২ নভেম্বর রোববার শুরু হচ্ছে। ওইদিন বিকেল ৪টায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার এই অধিবেশন আহ্বান করেছেন।

অধিবেশন কতদিন চলবে তা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে সংসদ ভবনে এই কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা থেকে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, সাংবিধানিক বাধ্যবাধকতা থেকেই এই অধিবেশন আহ্বান করা হয়েছে। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করার বাধ্যবাধকতা রয়েছে। এর আগে ১৪ সেপ্টেম্বর সংসদের ১৭তম অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনের কার্যদিবস ছিল মাত্র ৫টি।

আসছে জানুয়ারি মাসে বছরের প্রথম অধিবেশন শুরু হবে। সংবিধান অনুযায়ী ওই অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেয়ার পর এর উপর আলোচনা হবে। এজন্য ওই অধিবেশন দীর্ঘ হয়ে থাকে।

এইচএস/ওআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।