গৌরনদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় পানিতে ডুবে ভরত চন্দ্র মজুমদার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। ভরত চন্দ্র ওই এলাকার নগেন চন্দ্র মজুমদারের ছেলে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিখিল চন্দ্র দাস শিশুটির স্বজনদের বরাত দিয়ে জানান, বাড়ির পাশে খালে গোসল করতে গেলে পানিতে তলিয়ে যায় ভরত। স্বজনরা খোঁজ করে খালে ভাসমান অবস্থায় ভরতকে দেখতে পান। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সাইফ আমীন/এমজেড/আরআই