গৌরনদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু


প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৪ জুন ২০১৫
প্রতীকী ছবি

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় পানিতে ডুবে ভরত চন্দ্র মজুমদার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। ভরত চন্দ্র ওই এলাকার নগেন চন্দ্র মজুমদারের ছেলে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিখিল চন্দ্র দাস শিশুটির স্বজনদের বরাত দিয়ে জানান, বাড়ির পাশে খালে গোসল করতে গেলে পানিতে তলিয়ে যায় ভরত। স্বজনরা খোঁজ করে খালে ভাসমান অবস্থায় ভরতকে দেখতে পান। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সাইফ আমীন/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।