সৈয়দ অাশরাফের স্ত্রী মারা গেছেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৪ এএম, ২৩ অক্টোবর ২০১৭

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে শিলা ইসলামের বয়স হয়েছিল (৫৯) বছর।

সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ আশরাফুল ইসলামের পারিবারিক সূত্র জানিয়েছে, শিলা ইসলামের মরদেহ বাংলাদেশে আনা হবে কি না- সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সৈয়দ আশরাফ, তার মেয়ে রিমা ইসলাম ও পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা হাসপাতালে উপস্থিত আছেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

শিলা ইসলাম দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। কিছুদিন আগে জার্মানিতে তার অস্ত্রোপচার করা হয়। লন্ডনের চিকিৎসকদের পরামর্শে ক্যান্সারে আক্রান্ত শিলা ইসলামকে জার্মানিতে নিয়ে যাওয়া হয়। পরে আবারও তাকে লল্ডনে নেয়া হয়। তিন মাস আগে লন্ডনের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ শিলা ইসলামকে ভর্তি করা হয়। তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তায় বাঁচিয়ে রাখা হয়েছিল। সেখানে কিছুটা সুস্থ হওয়ার পর তাকে লন্ডনের বাসায় নিয়ে যাওয়া হয়। বাসা থেকেই তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই আবারও তার শারীরিক অবস্থার অবনতি হয়। শনিবার সকালে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। সংকটাপন্ন অবস্থায় তাকে আইসিইউতে নেয়া হয়। এরই মধ্যে গতকাল রোববার শিলা ইসলামের মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, শিলা ইসলাম লন্ডনের একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন।

নূর মোহাম্মদ/এআরএস/পিআর/জেআইএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।