প্রধানমন্ত্রী আসলেই ভাগ্যবতী : রুহুল আমিন হাওলাদার
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটকে ব্যাপক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা দিয়ে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন। তিনি বলেন, সব সরকারের আমলেই ক্রিকেট খেলা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ের মতো এতো সাফল্য কখনোই হয়নি। তিনি এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী আপনি আসলেই ভাগ্যবতী।
জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেটে ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী অধিবেশনে উপস্থিত ছিলেন।
ক্রিকেট দলের একের পর এক বিজয় ছিনিয়ে আনায় প্রধানমন্ত্রীর প্রশংসা করে রুহুল আমিন বলেন, প্রধানমন্ত্রীর ভাগ্য এতো প্রসন্ন যে তার সময় ক্রিকেটে বাংলাদেশ দল একের পর এক জয়লাভ করছে। আপনি আসলেই ভাগ্যবতী, আপনার শত্রুদের মুখে ছাই দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে একের পর এক বিজয় ছিনিয়ে আনছেন। ক্রিকেট খেলা হলেই প্রধানমন্ত্রী মাঠে চলে যান। ক্রিকেট আর মাঠে প্রধানমন্ত্রী এ কথা এখন তরুণ ছাত্র, যুবকের মুখে মুখে।
এরপরই আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আজ যে মুহূর্তে আলোচনা করছি, ঠিক আর কিছুক্ষণ বাদে বিকেল ৩টায় ভারতের সঙ্গে তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ইতোমধ্যে দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে। আশা করি আজ তৃতীয় ম্যাচে ভারতকে হারিয়ে বাংলাওয়াশের মাধ্যমে জয়ের ধারা অব্যাহত রাখবে।
এইচএস/বিএ/পিআর