সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ফিরছেন ৪১ বাংলাদেশি
অবৈধভাবে সাগর পথে বিদেশ যাওয়ার পথে থাইল্যান্ডে পাচারকারী চক্রের হাতে জিম্মি হওয়া আরো ৪১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ব্যাংককে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ঢাকা পৌঁছাতে পারেন।
দূতাবাস জানায়, গত ২৯ মে সে দেশে অনুষ্ঠিত আঞ্চলিক বৈঠকে মানবপাচারের শিকার হওয়া বাংলাদেশিদের দেশে ফেরত আনার ব্যাপারে সহায়তার আশ্বাস দেয় থাই সরকার। এরই অংশ হিসেবে ৪১ বাংলাদেশি দেশে ফিরবেন। তাদের পুরো খরচ সরকার বহন করছে।
এ ছাড়া মে মাস থেকে এ পর্যন্ত থাই-মালয়েশিয়া সীমান্তে উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে ৮০ জনকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ দূতাবাস।
এসকেডি/পিআর