রংপুরে পিবিআই`র প্রশাসনিক কার্যক্রম শুরু
রংপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশে গত সোমবার জেলার গঙ্গাচড়া থানার বড়বিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এরশাদ হোসেন হত্যা মামলার তদন্তের দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে পিবিআই-এর কার্যক্রম শুরু হয়।
নগরীর রাধাবল্লভ এলাকায় গড়ে উঠা এ প্রতিষ্ঠানে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি অপরাধীদের তথ্য সংগ্রহ করে ক্রিমিনাল প্রোফাইল তৈরি, থানা পুলিশের তদন্ত কার্যক্রমে সহায়তাসহ অন্যান্য দায়িত্ব পালন করবে এ সংস্থাটি।
পিবিআই রংপুর জেলার প্রধান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম জগো নিউজকে জানান, কার্যালয়ে ১ জন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা প্রধান), ৬ জন পুলিশ ইন্সপেক্টর, ৭ জন সাব-ইন্সপেক্টর, ও ৪ জন সহকারী সাব-ইন্সপেক্টর সার্বক্ষণিক কর্মরত থেকে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, ২০১২ সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) যাত্রা শুরু হয়। বাংলাদেশ পুলিশ ইউনিটের পৃথক তদন্ত সংস্থা হিসেবে ২০১৪ সালের এপ্রিলে প্রথম পর্যায়ে ঢাকা, চট্রগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, কুমিল্লা, গাজীপুর, ফরিদপুর জেলায় ও দ্বিতীয় ধাপে ২০১৫ সালের জানুয়ারিতে দিনাজপুর, নরসিংদী, মানিকগঞ্জ, কক্সবাজার, গোপালগঞ্জ, পটুয়াখালী, টাঈাইল, মৌলভীবাজার, বগুড়া ও যশোর জেলায় এবং চলতি জুন মাসে শরিয়তপুর, ফেনী, নারায়নগঞ্জ, খাগড়াছড়িসহ ৭ জেলায় এর কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এর কার্যক্রম শুরু করা হবে।
পিবিআই রংপুর জেলার প্রধান আব্দুস সালাম জাগো নিউজকে জানান, তদন্তের গুণগত মান নিশ্চিতকরণ এবং আলামত নির্ভর বিজ্ঞান ভিত্তিক তদন্ত নিশ্চিত করাই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মূল লক্ষ্য।
এ সংস্থায় কর্মরত সকল তদন্তকারী কর্মকর্তা বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়া জেলাগুলোর মধ্যে এক সপ্তাহ আগে নরসিংদী ও বগুড়া জেলার পর সোমবার থেকে রংপুর জেলায় এর কার্যক্রম শুরু করা হয়।
তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সকল কার্যক্রম সফলভাবে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
এমজেড/আরআইপি