৭ দিন পর শিশু হৃদয়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০১ এএম, ২১ অক্টোবর ২০১৭

রাজধানীর মুগদা এলাকার মাণ্ডা খাল থেকে নিখোঁজের ৭ দিন পর শিশু হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ২টার দিকে হৃদয়ের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মিজানুর রহমান বলেন, হৃদয়ের মরদেহ ঘটনাস্থলে খালের পাশেই রাখা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে মাণ্ডার খালের পানিতে পড়ে যায় হৃদয়। মুহূর্তে সে তলিয়ে যায় বলে জানায় তার বন্ধুরা। খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে পানিতে ময়লা-আবর্জনা থাকায় উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার (খিলগাঁও) আলী আজম ওই সময় জানিয়েছিলেন, খালটিতে প্রচুর ময়লা থাকায় স্বাভাবিকভাবে কাজ করা যাচ্ছে না। ময়লা সরিয়ে কাজ করতে বেগ পেতে হচ্ছে।

এআর/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।