সমুদ্র বন্দরসমূহে তিন নম্বর সতর্ক সংকেত অব্যাহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৪ এএম, ২১ অক্টোবর ২০১৭

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে দেখানো তিন নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। শনিবার আবহাওয়া অফিসের এক সতর্কবাতায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবাতায় বলা হয়, গাঙ্গের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল ও উপকূলীয় উড়িষ্যা এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চল এলাকায় অবস্থান করছে। তবে তা আরও উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমেই দুর্বল হতে পারে।

এর ফলে উত্তর বঙ্গেপসাগর এলাকায় বায়ু চাপের আধিক্য বিরাজ করছে। এ অবস্থায় সৃষ্টি নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠী, পিরোজপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১-২ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাস হতে পারে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর (তিন) পুনঃ ৩ নম্বর (তিন) সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট এ নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। হেমন্তে এমন বৃষ্টিতে ভোগান্তে পড়েছেন সাধারণ মানুষ। আবহাওয়া অফিস বলছে, গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ (শুক্রবার) সকাল ছয়টা পর্যন্ত ঢাকায় ১৯৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির এ ধারা আরও দুইদিন থাকতে পারে।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।