ভাসানচর-ঠ্যাংগারচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করার দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৭ এএম, ২০ অক্টোবর ২০১৭

ভাসানচর ও ঠ্যাংগারচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে সন্দ্বীপ সীমানা রক্ষা কমিটি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সীমানা রক্ষা আন্দোলনের আহ্বায়ক মোশারফ হোসেন খাদেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নুরুল আক্তার, জয়বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী, আশরাফ আলী হাওলাদার।

বক্তারা বলেন, হাতিয়া উপজেলা থেকে ভাসান চর ২০ কিলোমিটার দূরে আর সন্দ্বীপ থেকে মাত্র ৪ কিলোমিটার। তাহলে এ চর কিভাবে হাতিয়ার হয়। সন্দ্বীপের সাবেক ইউনিয়ন নেয়মন্তি ও সুলতানপুরে সম্প্রতি জেগে ওঠা চর নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই চরকে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বলে চালিয়ে দেয়া হচ্ছে। চর দুটোকে সন্দ্বীপ থেকে বিচ্ছিন্ন করার জনই এ অপচেষ্টা করা হচ্ছে।

ঠ্যাংগারচর ও ভাসানচরকে সন্দীপের অন্তর্ভুক্ত না করলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন বক্তারা।

এআর/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।