যানজটের কবলে খালেদা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১৮ অক্টোবর ২০১৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার পরই সড়কে তীব্র যানজটে পড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল ৫টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় পৌঁছেন তিনি।

এমনিতেই বিমানবন্দরের সামনের সড়কটি খুব ব্যস্ত থাকে। যখন রাজনৈতিক শীর্ষ নেতৃত্ব বা ভিভিআইপিরা এ রুটে চলাচল করেন তখন পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে। সাধারণ মানুষের ভোগান্তির সীমা থাকে না। আজও এর ব্যতিক্রম হয়নি।

ঢাকা মহানগরসহ আশপাশ জেলার অসংখ্য নেতাকর্মী তাদের প্রিয় নেত্রীকে বরণ করতে বিমানবন্দর এলাকায় বেলা ৩টা থেকেই জড়ো হন। ফলে পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে কর্তব্যরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে মূল সড়কে আসেন সন্ধ্যা ৬টায়। তাকে বহনকারী গাড়ি বিমানবন্দরের সামনের প্রধান সড়কে আসলে রাস্তার দুপাশে দাঁড়ানো নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত হয় বিমানবন্দর এলাকা।

তবে দিনের আলো কম থাকায় অনেকেই তাদের নেত্রীকে দেখতে পারেননি। সন্ধ্যা ৬টায় এ প্রতিবেদন লেখার সময় সড়কে আটকে থাকা যানজট অতিক্রম করেই গুলশানের বাসভবন ফিরোজার দিকে এগিয়ে যাচ্ছিল খালেদা জিয়ার গাড়িবহর।

খিলক্ষেতে অবস্থানরত জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক জসিম উদ্দিন জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে দলটির নেতাকর্মীদের তৈরি মানবপ্রাচীর বিমানবন্দরের সামনের সড়ক থেকে খিলক্ষেত ছাড়িয়ে হোটেল র‌্যাডিসন এলাকা পর্যন্ত ছড়িয়েছে।

তিনি আরও জানান, বেলা ৩টা থেকেই বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় অবস্থান করার কারণে এ রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিমানবন্দরের সামনে থেকে বনানী ফ্লাইওভার পর্যন্ত যানবাহন স্থবির হয়ে থেমে আছে।

এমএম/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।