বায়ার ক্রপসায়েন্সের ১৫তম বর্ষপূর্তি উদযাপিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:২৪ এএম, ১৮ অক্টোবর ২০১৭

জার্মানভিত্তিক বিশ্বখ্যাত কোম্পানি বায়ার ক্রপসায়েন্স বাংলাদেশ-এর ১৫তম বর্ষপূর্তি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। গত সেমাবার দিনব্যাপী অনুষ্ঠানে রক্তদান কর্মসূচি, টিম বিল্ডিং, টাউন হল মিটিং ও বায়ার অংশীদারদের নিয়ে মতবিনিময় ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বায়ার বাংলাদেশ এর ওয়েব পেজ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সিনিয়র বায়ার রিপ্রেজেন্টেটিভ, সাউথ এশিয়া রিচার্ড ভ্যান ডার মারওই, বাংলাদেশে নিযুক্ত জামার্নীর রাষ্ট্রদূত ড. থমাস প্রিন্জ, বাংলাদেশ ক্যামিকেল ইন্ড্রাস্টিজ কর্পোরেশন এর চেয়ারম্যান শাহ মোহাম্মাদ আমিনুল হক, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. গোলাম মারুফ, বায়ার সাউথএশিয়ার ল, প্যাটেন্ট ও কমপ্লায়েন্সের কান্ট্রি গ্রুপ হেড রাজিব জীবানলাল ওয়ানি ও বায়ার ক্রপসায়েন্স বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক শ্রীনিভাসা কুমার কারাভাদী বক্তৃতা করেন।

অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারা দেশে বায়ার এর আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানে ঢাকাস্থ বায়ার এর প্রধান কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, টিম বিল্ডিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিকেলে বায়ার এর ম্যানেজমেন্ট পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়। টাউন হলে বায়ার বাংলাদেশের নানা দিক তুলে ধরেন বায়ার ক্রপসায়েন্স বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক শ্রীনিভাসা কুমার কারাভাদী।

বায়ার গ্রুপ ইন্ডিয়া’র ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড ভ্যান ডার মারওই বাংলাদেশের ব্যবসায়িক কার্যক্রমের প্রশংসা করে আগামীতে আরো প্রবৃদ্ধি অর্জনের জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। দেশব্যাপী ক্রপক্লিনিকগুলোতে বৃক্ষরোপন কর্মসূচি, ডায়াবেটিক নির্ণয়সহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।