বনানীতে রাজউকের উচ্ছেদ অভিযান চলছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩১ এএম, ১৮ অক্টোবর ২০১৭

রাজধানীর বনানীতে যেসব আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে সেসব ভবন চিহ্নিত করে সেখানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান চলবে বিকেল ৫টা পর্যন্ত ।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান জাগো নিউজকে বলেন, আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এমন ভবন চিহ্নিত করে বনানী ১১ নম্বরের ‘ডি’ ব্লকে আমরা এই উচ্ছেদ অভিযান শুরু করেছি। এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, রাজউকের আওতাধীন আবাসিক এলাকায় যে সব প্লট, ভবন, ফ্ল্যাট ইত্যাদিতে অননুমোদিত/অবৈধভাবে গেস্ট হাউজ, রেস্তোরাঁ, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ফুটপাতে অবৈধ র্যাম্প নির্মিত হয়েছে সেসব অননুমোদিত স্থাপনা-ব্যবহার বন্ধকরণে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজউক।

এএস/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।