বিআরটিসিতে যুক্ত হচ্ছে আরো ৯শ` নতুন গাড়ি


প্রকাশিত: ১১:০০ এএম, ২২ জুন ২০১৫

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) বহরে আরো ৯০০টি নতুন গাড়ি যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকালে জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

তিনি জানান, ৯`শটি গাড়ির মধ্যে ৩০০টি দ্বিতল, ১০০টি আর্টিকুলেটেড ও ৫০০টি ট্রাক রয়েছে।

সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী বিআরটিসির বহরে বর্তমান গাড়ির সংখ্যা ১ হাজার ৬৭০টি। তারমধ্যে ১ হাজার ৫৩২টি বাস এবং ১৩৮টি ট্রাক রয়েছে।

ওবায়দুল কাদের আরো বলেন, বর্তমানে বিআরটিসির ১৫৮টি গাড়ি অকেজো। এরমধ্যে সহিংস রাজনৈতিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত ২০৫টি গাড়িসহ বর্তমানে ২৯৫টি বাস মেরামতাধীন রয়েছে।

সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামায়াত ২০১৩ ও ২০১৫ সালের সহিংস রাজনৈতিক আন্দোলনে ২০৫টি বিআরটিসির গাড়ি পুড়িয়েছে ও ভাঙচুর করেছে।

এসকেডি/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।