ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৬৩ কোটি টাকার বাজেট ঘোষণা


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ২২ জুন ২০১৫

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য প্রায় ৬৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট অধিবেশনের আগেই সোমবার বেলা ১১টায় পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন।

প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৬২ কোটি ৯৭ লক্ষ ১৫ হাজার ও সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি ৯৮ লক্ষ ৭৪ হাজার টাকা। সমাপণী স্থিতি এক কোটি ৯৮ লক্ষ ৪১ হাজার টাকা। পরে বাজেট সম্পর্কিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব মো. ইসহাক ভূইয়া, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সহসভাপতি আলআমিন শাহীন, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামিসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।