পাকিস্তানে তীব্র তাপদাহে নিহত ১৪০


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ২২ জুন ২০১৫

পাকিস্তানের করাচি ও  সিন্ধু প্রদেশে তীব্র তাপদাহে  ১৪০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। শনিবার বন্দর নগরী করাচিতে পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় তীব্র তাপদাহ ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৭৯ সালের জুন মাসে কিছু সময়ের জন্য তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রী সেলসিয়াস।

প্রদেশের স্বাস্থ্য সচিব সাইয়েদ মেনংনিজু জানান, গত শনিবার করাচি শহরে অন্তত ১১৪ জনের মৃত্যু হয়েছে। আর সিন্ধু প্রদেশের ৩টি জেলায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য সচিব আরো বলেন, প্রদেশ সরকার সকল হাসপাতালে চিকিৎসার জন্য জরুরি অবস্থা আরোপ করেছে। হাসপাতালের ডাক্তার এবং স্টাফদের ছুটি বাতিল করেছে। হাসপাতালগুলোতে অতিরিক্ত ওষুধ সরবরাহ করা হয়েছে।

জিন্না হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডা. সিমিন জামালী জানান, শুধু জিন্না হাসপাতালেই ১০০ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই হিট স্ট্রোকে মারা গেছে বলেও জানান তিনি। আর রোগী বা ক্ষতিগ্রস্তদের মধ্যে বেশির ভাগই হচ্ছে বয়স্ক মানুষ।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।