আজ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৫ এএম, ১৫ অক্টোবর ২০১৭

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস আজ। সারাবিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সাদাছড়ি নিশ্চিত ব্যবহার, এই দিবসের অঙ্গীকার’।

দিবসটি উপলক্ষে সামাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদফতর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনসহ বিভিন্ন বেসরকারি সংস্থা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উপলক্ষে সকাল ১০টায় বেতার ভবনের সামনে থেকে শোভাযাত্রা ও বেলা ১১টায় সামাজসেবা অধিদফতরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থা সচেতনামূলক অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

সাদাছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশে সচেতনতা বাড়ানোই এই দিবসের লক্ষ্য। দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদে চলাফেরা নিশ্চিত করতে ১৯৬৯ সাল থেকে প্রতি বছর ১৫ অক্টোবর দিবসটি পালিত হচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে দেশে প্রায় ৪৮ লাখ দৃষ্টিপ্রতিবন্ধী আছে। অপুষ্টি, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, পোলিও, এসিড নিক্ষেপসহ বিভিন্ন দুর্ঘটনায় দিন দিন দৃষ্টিপ্রতিবন্ধীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।