নিরাপদ শহরের তালিকায় ৫৮তম ঢাকা
বিশ্বে বাস করার উপযোগী সবচেয়ে নিরাপদ ৬০টি শহরের তালিকা প্রকাশ করেছে দ্য ইকনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। তালিকায় ঢাকা শহরের অবস্থান ৫৮তম।
গত বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করা হয়। তালিকায় শীর্ষ দশে রয়েছে টোকিও, সিঙ্গাপুর, ওসাকা, টরেন্টো, মেলবোর্ন, আমস্টারডাম, সিডনি, স্টকহোম, হংকং এবং জুরিখ।
তালিকার শেষের ১০টি শহর হচ্ছে করাচি, ইয়াঙ্গুন, ঢাকা, জাকার্তা, হোচিমিন সিটি, ম্যানিলা, কারাকাস, কুইটো, তেহরান এবং কায়রো।
৪৯টি সূচকের ওপর জরিপ চালিয়ে এ তালিকা নির্ধারণ করেছে ইন্টেলিজেন্স ইউনিট।
বিএ/এমএস